
গত বছরের সেরা ফিল্ম হিসেবে দীপিকা বেছে নিয়েছেন সোনম কপূরের ‘নীরজা’কে।
তালিকায় রয়েছে আলিয়া ভট্টের ‘কপূর অ্যান্ড সন্স’। জায়গা পেয়েছে অমিতাভ
বচ্চনের ‘পিঙ্ক’ বা রণবীর কপূরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ও। তবে ঠাঁই
পায়নি তিন খানের কোনও ফিল্ম। কেন? হলিউডে নিজের ইনিংস শুরু করতে গিয়ে কি
তবে বলিউডকে অবহেলা করতে শুরু করেছেন দীপিকা? দুষ্টজনে নানা কথা বলতেই
পারে। তবে দীপিকা ক্যাম্পের দাবি, গত বছর নাকি সে ভাবে বলিউডি ফিল্ম দেখার
সুযোগই হয়নি তাঁর। টুইটারে নিজের সেরা ফিল্মের কথা জানিয়েছেন দীপিকা নিজেই।
সেখানেও তিনি বলেন, “শাহরুখের ডিয়ার জিন্দেগি, সলমনের সুলতান আর আমিরের
দঙ্গল দেখিনি।”
বলিউড হটি গত বছরের অনেক সময় ব্যস্ত ছিলেন ট্রিপল এক্স মুভি সিরিজের
শুটিংয়ে। খাঁটি কথা! তা হলেও তিনি খানেদের কোনও ফিল্ম দেখতে পারেননি?
বলিউডি ফিসফাস কে রুখবে বলুন!
0 comments :
Post a Comment