একসঙ্গে ফের দেখা গেল ক্যাটরিনা-সলমনকে ! কোথায়?

ৱেব ডেস্ক, ৭ আগস্ট, ২০১৬ : 
ভেবেছিলেন আর হয়তো একসঙ্গে দাঁড়ানো হবে না ক্যামেরার সামনে ৷ পরিস্থিতিটা প্রায় এরকমই দাঁড়িয়েছিল ক্যাটরিনা ও সলমনের মধ্যে ৷ তখন রণবীর কাপুরের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন সুন্দরী ক্যাট ৷ কিন্তু বিধির বিধানে তো লেখা রয়েছে অন্য কথাই ৷ রণবীরের সঙ্গে সম্প৪ক হল তিক্ত ৷ ফলাফল ব্রেকআপ ! আর তারপরেই ফের পুরনো প্রেম সল্লু মিয়াঁর কাছে ক্যাট ফিরলেন৷
একসঙ্গে ফের দেখা গেল ক্যাটরিনা-সলমনকে ! কোথায়?
ততদিনে অবশ্য বলিউডে জোর গুঞ্জন সলমনের নতুন প্রেমিকা লুলিয়া ভান্তুরকে নিয়ে ৷ তাতে কি? ক্যাটরিনার সঙ্গে মুম্বইয়ের নানা জায়গায় দেখা গেল সলমনকে ৷ কখনও ছবির প্রোমোশনে, তো কখনও রেস্তোরাঁয় ৷ কখনও আবার ছবির স্ক্রিনিংয়েও ৷ আর এবার তো ক্যামেরার সামনে পাশাপাশি এসে দাঁড়ালেন ক্যাট ও সলমন !
একসঙ্গে করেছেন হাতে গোনা চারটে ছবি ৷ তবে এই চারটে ছবিতেই নিজেদের জমজমাট কেমেস্ট্রি দেখিয়েছেন ক্যাট-সলমন ! তবে এবার সিনেমায় নয়, এক রিয়েল এস্টেটের বিজ্ঞাপনের জন্যই জুটি বাঁধলেন সলমন ও ক্যাটরিনা ৷ বিজ্ঞাপনের শ্যুটিং চলছে দুবাইয়ে !

About Unknown

“NEonline.in” can give basic notion what about it ! We are a team of experienced professionals those come from other notable professions like blogging, marketing , journalism. Our goal is to reach each and every corner of the whole country and becoming the voice of voice less. Editor : S. A. Ahmed, Executive Editor : Shakil Ahmed, please send us a mail to post here, Email: neonlinenews@gmail.com
    Blogger Comment
    Facebook Comment