ৱেব ডেস্ক, ৭ আগস্ট, ২০১৬ :
ভেবেছিলেন আর হয়তো একসঙ্গে দাঁড়ানো হবে না ক্যামেরার সামনে ৷ পরিস্থিতিটা প্রায় এরকমই দাঁড়িয়েছিল ক্যাটরিনা ও সলমনের মধ্যে ৷ তখন রণবীর কাপুরের সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন সুন্দরী ক্যাট ৷ কিন্তু বিধির বিধানে তো লেখা রয়েছে অন্য কথাই ৷ রণবীরের সঙ্গে সম্প৪ক হল তিক্ত ৷ ফলাফল ব্রেকআপ ! আর তারপরেই ফের পুরনো প্রেম সল্লু মিয়াঁর কাছে ক্যাট ফিরলেন৷

ততদিনে অবশ্য বলিউডে জোর গুঞ্জন সলমনের নতুন প্রেমিকা লুলিয়া ভান্তুরকে নিয়ে ৷ তাতে কি? ক্যাটরিনার সঙ্গে মুম্বইয়ের নানা জায়গায় দেখা গেল সলমনকে ৷ কখনও ছবির প্রোমোশনে, তো কখনও রেস্তোরাঁয় ৷ কখনও আবার ছবির স্ক্রিনিংয়েও ৷ আর এবার তো ক্যামেরার সামনে পাশাপাশি এসে দাঁড়ালেন ক্যাট ও সলমন !

একসঙ্গে করেছেন হাতে গোনা চারটে ছবি ৷ তবে এই চারটে ছবিতেই নিজেদের জমজমাট কেমেস্ট্রি দেখিয়েছেন ক্যাট-সলমন ! তবে এবার সিনেমায় নয়, এক রিয়েল এস্টেটের বিজ্ঞাপনের জন্যই জুটি বাঁধলেন সলমন ও ক্যাটরিনা ৷ বিজ্ঞাপনের শ্যুটিং চলছে দুবাইয়ে !

facebook
twitter
google+
fb share