রাত সাড়ে ১২ টার পর মোবাইল বন্ধ না রাখলে বিপদের গুজব

২০১৬ সেপ্টেম্বর ২০ ০০:০৩:৩৯

নিউজ ডেস্ক:আজ রাত সাড়ে ১২ টার পর থেকে রাত সাড়ে ৩ টা পর্যন্ত মোবাইল বন্ধ রাখতে বলা হয়েছে-এমন গুজব ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুর টেলিভিশন এ সংবাদ প্রচার করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচিত খবরে পরিণত হয়েছে।

জানা গেছে, সিঙ্গাপুর টেলিভিশনের খবরে বলা হয়েছে- আজ রাতে আমাদের গ্রহের খুবই উচ্চ বিকিরণ হবে, যা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। আর এই বিকিরণের প্রভাব মোবাইল ডিভাইসের মাধ্যমে ভয়ঙ্কর হতে পারে। তাই আজ রাত সাড়ে ১২টা থেকে রাত সাড়ে ৩টা পর্যন্ত মানুষের শরীর থেকে ফোন, সেলুলার, ট্যাবলেট, ইত্যাদি দূরে রাখতে বলা হয়েছে। এমনকি এগুলোকে বন্ধ রাখতেও বলা হয়েছে।

ওই খবরে আরো বলা হয়, সংবাদটি আপনার পরিবার এবং বন্ধুদের জানিয়ে দিন। এই গুজবেরযথেষ্ট সত্যতা না পাওয়া গেলেও ইতোমধ্যে ফেসবুকে খবরটি ভাইরাল হয়ে গেছে। অনেকেই সংবাদ মাধ্যমে ফোন করে বিষয়টির সত্যতা জানতে চেয়েছেন।

পাঠকদের জন্য ফেসবুকে ছড়িয়ে পড়া খবরটি তুলে ধরা হলো:

: URGENT.

(Tonight at 00: 30 to 03: 30 make sure to turn off the phone, cellular, tablet, etc ... and put away from your body.

Singapore television announced the news. Please tell your family and friends. Tonight, 12:30 to 3:30 for our planet will be very high radiation. Cosmic rays will pass close to Earth. So please turn off your cell phone. Do not leave your device close to your body, it can cause you terrible damage. Check Google and NASA BBC News. Send this message to all the people who matter to you.)

About Unknown

“NEonline.in” can give basic notion what about it ! We are a team of experienced professionals those come from other notable professions like blogging, marketing , journalism. Our goal is to reach each and every corner of the whole country and becoming the voice of voice less. Editor : S. A. Ahmed, Executive Editor : Shakil Ahmed, please send us a mail to post here, Email: neonlinenews@gmail.com
    Blogger Comment
    Facebook Comment

0 comments :