৩ জুলাই,
লামডিং-শিলচর ব্রডগেজ লাইনে গুয়াহাটি-শিলচরের মধ্যে 'ট্রেন পরিষেবা শুরু না হওয়া পর্যন্ত গুয়াহাটি থেকে মাহুর এবং শিলচর থেকে নিউহাফলং পর্যন্ত ট্রেন চালাবে উত্তর-পূর্ব সীমান্ত রেল।
রেলের ওই শাখার মুখ্য জনসংযোগ অফিসার প্রণবজ্যোতি শর্মা জানান, যাত্রীদের অসুবিধার কথা চিন্তা করে ওই দু’টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ জুন থেকে শিলচর-নিউহাফলঙের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ বার গুয়াহাটি ও মাহুরের মধ্যেও ট্রেন চলবে। তবে তার তারিখ এখনও ঠিক হয়নি। প্রণববাবু জানান, গুয়াহাটি-মাহুর ও শিলচর-নিউহাফলং ট্রেন দু’টির পরিষেবা চালু হওয়ার পর, মাহুর থেকে নিউহাফলঙ গাড়িতে ৪৫ মিনিটের মধ্যে পৌঁছনো যাবে। সে জন্য রেলযাত্রীদের আলাদা ভাড়া দিতে হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষের তরফে ওই রাস্তার জন্য গাড়ির ব্যবস্থা করতে রাজ্য সরকারের সাহায্য চেয়েছে। এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার। এ দিকে গুয়াহাটি-মাহুরের মধ্যে যাত্রী পরিষেবা শুরু করার বিষয়ে রেল কর্তৃপক্ষ কোনও তারিখ ঘোষণা না করলেও, প্রনববাবু জানান— গুয়াহাটি থেকে রাত ১১টা ৫৫ মিনিটে ছেড়ে ওই ট্রেন মাহুর পৌঁছবে পর দিন সকাল ৮টায়। দুপুর ১১টা ৪৫ মিনিটে মাহুর থেকে ছেড়ে গুয়াহাটি পৌঁছবে বিকেল ৫টা ৩০ মিনিটে। অন্য দিকে ভোর ৫টায় শিলচর থেকে ছেড়ে সকাল ৯টা ৩০ মিনিটে নিউহাফলং পৌঁছবে অন্য যাত্রিবাহী ট্রেন। সকাল ১০টায় নিউহাফলং থেকে ছেড়ে দুপুর আড়াইটেয় শিলচর পৌঁছবে। আগামী ৪-৫ দিনের মধ্যে গুয়াহাটি-মাহুরের মধ্যে ট্রেন পরিষেবা চালুর হতে পারে বলে রেল সূত্রে খবর মিলেছে।
facebook
twitter
google+
fb share