নারকোল তেল-এর সঠিক ব্যবহার ফিরিয়ে দিতে পারে হারাতে বসা সৌন্দর্য

ৱেব ডেস্ক, ১৭ আগষ্ট, ২০১৬ঃ
নারকোল তেল খুবই সাধারণ বস্তু যা মোটামুটি সব বাড়িতেই থাকে | কিন্তু আমরা অনেকেই জানি না মাথায় মাখা ছাড়াও এই তেল বিভিন্ন উপকারে লাগতে পারে | আজকে রইলো সৌন্দর্য বৃদ্ধি করতে এবং বয়েসকে ধরে রাখতে নারকোল তেলের কিছু ব্যবহার | নিয়মিত ব্যবহার করুন দেখবেন মাত্র ২ সপ্তাহ পরেই আপনি নিজেই পরিবর্তন অনুভব করতে পরবেন |
) আই ল্যাশ ঘণ আর কালো করার জন্য : রাতে ঘুমোতে যাওয়ার আগে আঁখি পল্লবে এক ফোঁটা নারকোল তেল লাগিয়ে নিন | এর ফলে চোখের পাতা লম্বা এবং আরো ঘণ হয়ে উঠবে | এছাড়াও অনেকের খুব সহজেই চোখের পাতা ভেঙে যায়‚ সেটাও হবে না | মেক আপ তোলার সময়ও নারকেল তেল ব্যবহার করতে পারেন |
) সেলুলয়েট মিটিয়ে দিতে : ঘরে খুব সহজেই সেলুলয়েটের ট্রিটমেন্ট করা যায় | একটা বাটিতে ২ চা চামচ নারকোল তেল আর দু চ চামচ মধু মিশিয়ে নিন | এই মিশ্রণটা রাতে শুতে যাওয়ার আগে ত্বকের ওপর লাগিয়ে নিন | কয়েক সপ্তাহ নিয়মিত ব্যবহার করলেই দেখবেন সেলুলয়েট আর দেখা যাচ্ছে না |
) ত্বক কোমল এবং উজ্জ্বল করতে : রাতে শুতে যাওয়ার আগে কয়েক ফোঁটা তেল মুখে লাগিয়ে নিন | কদিনের মধ্যেই ত্বক নরম এবং উজ্জ্বল হয়ে উঠবে | নাইট ক্রিমে মিশিয়েও ব্যবহার করতে পারেন |
) Varicose veins এর ট্রিটমেন্টে : অনেক সময় শিরা বড় হয়ে যায় এই অবস্থা কে Varicose veinsবা varicosities বলে | এটা দেখতে তো বাজে লাগেই একইসঙ্গে খুব যন্ত্রণাদায়ক ও হয় | নারকোল তেলের সাহায্যে এর ট্রিটমেন্ট হতে পারে | এর জন্য নারকোল তেল হাল্কা গরম করে শরীরের ওই অংশে লাগাতে হবে | এরপর খুব হাল্কা হাতে খানিকক্ষণ মালিশ করতে হবে |
) নখ মজবুত এবং মসৃণ করে তুলতে : অনেক সময় রুক্ষতার জন্য বা অত্যধিক জল ঘাঁটার জন্য হাতের এবং পায়ের নখ সহজেই ভেঙে যায় | এটা বন্ধ করতে রোজ নখে নারকোল তেল লাগিয়ে ম্যাসাজ করতে হবে | দেখবেন ১৫ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে গেছে |
) ত্বকের রুক্ষতা দূর করে : বাজরে বহুরকমের বডি ওয়েল পাওয়া গেলেও তা বেশ দামি হয় | নারকোল তেলের দাম কম হলেও কোন অংশে কম যায় না | সহজেই রুক্ষতা দূর করতে পারে | এমন অনেক ডারমাটোলজিস্ট আছেন যারা দামি বডি ওয়েলের বদলে শুধুমাত্র নারকোল তেল লাগানোর পরামর্শ দিয়ে থাকেন |
) শেভিং করার পর লাগান : বাজারে যে শেভিং ক্রিম পাওয়া যায় তা একই সঙ্গে দামি এবং ক্ষতিকারক কেমিকেলে ভর্তি | এর ফলে ত্বক রুক্ষ এবং নির্জীব হয়ে যায় | এই সমস্যা দূর করতে দাড়ি কামিয়ে আফটার শেভ লোশনের বদলে কয়েক ফোঁটা নারকোল তেল লাগিয়ে নিন | ত্বক ভালো এবং নরম থাকবে |

About Unknown

“NEonline.in” can give basic notion what about it ! We are a team of experienced professionals those come from other notable professions like blogging, marketing , journalism. Our goal is to reach each and every corner of the whole country and becoming the voice of voice less. Editor : S. A. Ahmed, Executive Editor : Shakil Ahmed, please send us a mail to post here, Email: neonlinenews@gmail.com
    Blogger Comment
    Facebook Comment