ৱেব ডেস্ক, ৩ আগষ্ট, ২০১৬:
মঙ্গলবার লোকসভায় গৃহমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির লিখিত বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (IRF) সাথে কোনো সন্ত্রাসবাদী সংগঠনের সংযোগ পাওয়া যায়নি।
.
তিনি বলেন Foreign Contributions Regulations Act, 2010 এর আওতায় IRF রেজিস্ট্রিকৃত এবং এই সংস্থার বিদেশী অনুদান ও তার ব্যবহারের মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
.
নায়েকের পিস টিভি সম্পর্কে আহির বলেন, যেহেতু পিস টিভি অনুমোদিত স্যাটেলাইট চ্যানেল নয় তাই কেবল অপারেটররা এই চ্যানেল সম্প্রচার করতে পারবেন না।
.
জুলাইতে ঢাকায় জঙ্গি হামলার পর বাংলাদেশী পত্রিকা “দ্য ডেলি স্টার” -এর একটা ভুল রিপোর্টিং থেকে জাকির নায়েককে নিয়ে যাবতীয় বিবাদের সূত্রপাত। পরবর্তীকালে “দ্য ডেলি স্টার” ক্ষমা চেয়ে নিলেও ভারতীয় মিডিয়া যেন হাতে চাঁদ পেয়ে যায়। জাকির নায়েককে নিয়ে চলতে থাকে কয়েক সপ্তাহ ব্যাপী কুতসার ছয়লাপ। বাধ্য হয়ে টাইমস নাও এবং অর্ণব গোস্বামীর বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানির মামলা করেন ডাঃ নায়েক।
.
তিনি বলেন Foreign Contributions Regulations Act, 2010 এর আওতায় IRF রেজিস্ট্রিকৃত এবং এই সংস্থার বিদেশী অনুদান ও তার ব্যবহারের মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
.
নায়েকের পিস টিভি সম্পর্কে আহির বলেন, যেহেতু পিস টিভি অনুমোদিত স্যাটেলাইট চ্যানেল নয় তাই কেবল অপারেটররা এই চ্যানেল সম্প্রচার করতে পারবেন না।
.
জুলাইতে ঢাকায় জঙ্গি হামলার পর বাংলাদেশী পত্রিকা “দ্য ডেলি স্টার” -এর একটা ভুল রিপোর্টিং থেকে জাকির নায়েককে নিয়ে যাবতীয় বিবাদের সূত্রপাত। পরবর্তীকালে “দ্য ডেলি স্টার” ক্ষমা চেয়ে নিলেও ভারতীয় মিডিয়া যেন হাতে চাঁদ পেয়ে যায়। জাকির নায়েককে নিয়ে চলতে থাকে কয়েক সপ্তাহ ব্যাপী কুতসার ছয়লাপ। বাধ্য হয়ে টাইমস নাও এবং অর্ণব গোস্বামীর বিরুদ্ধে 500 কোটি টাকার মানহানির মামলা করেন ডাঃ নায়েক।
facebook
twitter
google+
fb share