৪ জুলাইঃ
ভারতের দিল্লি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট কানহাইয়া কুমার বলেছেন, আফজাল গুরু সন্ত্রাসী হলে নাথুরাম গডসেও সন্ত্রাসী। প্রসঙ্গত, ভারতের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে। তার নামে মন্দির তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছে হিন্দু মহাসভা। তারা গডসের ফাঁসির দিনকে শহীদ দিবস হিসেবেও পালন করছে।
কানহাইয়া কুমার আরএসএসের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলেন, “জাতীয়তার সংজ্ঞা আরএসএস দফতর থেকে ঠিক হবে না, এজন্য ভারতের সংবিধান রয়েছে।” তিনি প্রধানমন্ত্রীকে ‘মোদি অ্যান্ড কোম্পানি’ বলে কটাক্ষ করেন।
কানহাইয়া বলেন, “মোদি চা বিক্রি করতেন কি না আমরা তা জানি না। তবে যদি তার এরকমই মনোভাব থাকে তাহলে তিনি অবশ্যই দেশকে বিক্রি করে দেবেন। ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ এবং ‘মোদি অ্যান্ড কোম্পানি’র মধ্যে কোনো পার্থক্য নেই।”
কানহাইয়া বলেন, “যিনি ‘মটন’ পরিবর্তন করে ‘ভিডিও’ পরিবর্তন করে ভাবছেন দেশের পরিবর্তন হচ্ছে তিনি মানুষকে বোকা ভেবে ভুল করছেন।”
তিনি দেশের শিক্ষানীতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, “রোগা-মোটা, ধনী-গরীব সকলের ভোটের মূল্যের যখন কোনো পার্থক্য নেই, তখন তাদের সন্তানদের শিক্ষার মধ্যে পার্থক্য কেন?”
কানহাইয়া বলেন, “আমরা ‘সকলের জন্য শিক্ষা, সবার জন্য কাজ’-এর জন্য পুরোদমে লড়াই চালিয়ে যাব। এবং সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে দেব। কিন্তু এই দেশবিরোধী সরকারের অপকর্ম এবং গণবিরোধী নীতি বাস্তবতা নিয়ে কথা বলা বন্ধ করব না।”
source:--https://www.facebook.com/photo.php?fbid=621683174663432&set=a.262724963892590.1073741826.100004652642874&type=3&theater
facebook
twitter
google+
fb share