ডিজিটাল ডেস্ক: জেড্ডায় ফের আত্মঘাতী হামলা। এমনটাই জানিয়েছে সৌদি আরবের বেশ কিছু সংবাদমাধ্যম। জেড্ডার মার্কিন দূতাবাসের কাছে ঘটানো হয়েছে এই আত্মঘাতী বিস্ফোরণ।
সোমবার সকালে গাড়ি করে এই হামলাকারী মার্কিন দূতাবাসের কাছেই একটি মসজিদের পাশে দাঁড়িয়ে হামলা করে। এই ঘটনায় কোনও মৃত্যুর খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে দূতাবাসের দু'জন নিরাপত্তরক্ষী আহত হয়েছেন। তত্ক্ষণাত্ সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দূতাবাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তর।
তবে মার্কিন দূতাবাস অথবা সৌদি আরবের কোনও সরকারি মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এর আগে ২০০৪ সালে একটি জঙ্গি হামলায় জেড্ডার মার্কিন দূতাবাসের ৯ জন প্রাণ হারিয়েছিলেন।
0 comments :
Post a Comment